গাছা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতির ব্যক্তিগত উদ্যোগে অত্রক্লাবের সাংবাদিকদের আর্থিক সহয়তা প্রদান। 325 0
ছবি, গাছা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ঈদ উপহার তুলে দিচ্ছেন
আলমগীর কবীর
গাজীপুর মহানগরের গাছা মেট্রোপলিটন থানাধীন বোর্ডবাজারস্থ গাছা প্রসক্লাবের সাংবাদিকদের আর্থিক সহযোগীতা প্রদান করলেন জনাব মো: কামাল উদ্দিন, সিনিয়র সহ সভাপতি গাছা প্রেসক্লাব ও বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ,গাজীপুর মহানগরের প্রতিষ্ঠাতা সভাপতি।
গতকাল শুক্রবার বিকালে গাছা প্রসক্লাবের অফিস কক্ষে অত্রক্লাবের সাংবাদিকদের আর্থিক সহযোগীতার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জনাব রুবেল আহম্মেদ বেগ, সহ সভাপতি, গাছা প্রেসক্লাব ও (the help garden of Bangladesh)“মানবতার কল্যাণে সকলের তরে”এর প্রতিষ্ঠাতা , জনাব আরিফ মৃধা সহ সভাপতি, গাছা প্রেসক্লাব, জনাব মো: আব্দুল হামিদ খান, সাধারণ সম্পাদক গাছা প্রসক্লাব,জনাব মো: আলমগীর কবীর, সহ সাধারণ সম্পাদক, গাছা প্রেসক্লাব, জনাব এমারত হোসেন বকুল , সাংগঠনিক সম্পাদক,গাছা প্রেসক্লাব ও জুম্মন খান,প্রচার ও প্রকাশনা সম্পাদক ,গাছা প্রেসক্লাব । এছাড়াও উপস্থিত অত্রক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সংক্ষিত আকারে বক্তব্য রাখেন।
অবশেষে জনাব কামাল উদ্দিন সংক্ষিপ্ত সমাপনী বক্তব্যে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বৈশ্বিক মহামারী কোভিড(১৯) করোনা ভাইরাসের সংক্রমনে গত ২৬ মার্চ ২০২০ইং হইতে চলমান লকডাউনে সরকারি সাধারণ ছুটিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাংবাদিকদের পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছেন। সাংবাদিকদের উদ্দেশ্য তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করাটা এখন সময়ের দাবী। করোনা সংক্রমন সংকটময় সময়ে সাংবাদিকেরা জীবনের ঝুঁকি নিয়ে তথ্য উপাত্ত নির্ভর সংবাদ পরিবেশন করেছেন। ডাক্তার, পুলিশ এর পাশাপাশি সাংবাদিকেরাও একেকজন যোদ্ধা।উপস্থিত সাংবাদিকগণ সিনিয়র সহসভাপতি'র এহেন উদ্দ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পরিশেষে গাছা প্রেসক্লাবের সন্মানীত প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মজিবুর রহমান এর অসুস্থতার দ্রুত আরোগ্য কামনা ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান এর পিতা মাতার বিদেহীআত্মার মাগফিরাত কামনাসহ সকল বিদেহীআত্মার মাগফিরাত কামনা করে, বিশ্ববাসীর সার্বিক মঙ্গল কামনায়, দোয়া ও মোনাজাত করেন মো: জাকির হোসেন জিয়া, নির্বাহী সদস্য, গাছা প্রেসক্লাব।